নতুন দিনের সূর্য

একটি নতুন সূর্য (ডিসেম্বর ২০২৩)

মোঃ মাইদুল সরকার
  • ১২৮
আর কত দিবাগত পাপক্ষয়!
আমরা অপেক্ষা করি নতুন একটি সূর্যোদয়ের
যার আলো ভষ্ম করে দেবে আমাদের নিজস্ব শত্রুদের
কিন্তু যখন দেখি সেই শত্রুরাও এমন একটি নতুন সূর্যের প্রার্থনা করে,
তখন আমাদের মজ্জাগত অভ্যাস অভিশাপ দেয় এসব মুখোশ পরা মিত্রদের।
সমতলভূমি পেলে পাহাড়ি ঢল আটকে থাকে না;
বরং ভারী বর্ষণে ধ্বংস নৃত্যে ধেয়ে চলে সামনের পানে
প্লাবিত করে ফসলের মাঠসহ জনপদ ও নদীর দুই কুল
তখন মাকড়সার জাল বুনে অপেক্ষার প্রহরে
বেনামি বাতাসে মৃত্যুকে আলিঙ্গনের আমন্ত্রন পত্রটা ছিল ভুল।

রাতের আঁধারে পেঁচা যখন পাকা শিকারি-
ধৃত ইঁদুর যন্ত্রণায় অদৃষ্টকে অভিশম্পাদ করে
আর এই ভেবে সান্ত্বনা পায় কেবল নতুন একটি সূর্য তাকে বাঁচাতে পারে,
আয়ু ফুরিয়ে গেলে শিকারীও একদিন শিকারে পরিণত হয়।
নিয়মের অধীনে বয়ে চলা পৃথিবী কত অনিয়ম মেনে নেয়
তাইতো মরা গাঙ্গেও জোয়ার আসে, মৃত গাছেও ফুল ফুটে
মহাকালের অলি গলিতে অন্ধকারে পরে থাকে কত পান্ডুলিপি
প্রতিফলিত প্রতিবিম্ব বিভ্রান্ত বিংবা প্রতারিত করলেও
আয়না কখনো ধোকা দেয় না কারণ সরল অংকের মতই
সেখানে রাত দিনের হিসেবে নিজের অবয়বের পূর্ণরূপটা ফুটে উঠে।

বহু বছরের ধ্যান ভেঙে কোন এক প্রাচীন ঋষি চেয়ে দেখে-
নতুন একটি দিন;দিনটি অনেক সম্ভাবনাময়,ঝলমলে ও রঙিন
তারপর প্রতিদিনই তার নতুন দিন শুরু হয় একটি কাঙ্খিত নতুন সূর্যের স্বপ্ন নিয়ে,
জাগতিক জটিল ভাবনা আর পাপের বোঝা কাধ থেকে নামাতে গিয়ে;
আত্মাকে শুদ্ধ করতে করতে মৃত্যু অবধি-
পুরাতন স্মৃতির স্তম্ভে গেঁথে যায় আরো নতুন কিছু স্মৃতি, সাক্ষী, সময় ও অস্তগামী সূর্য।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Faisal Bipu পুরাতন স্মৃতির স্তম্ভে গেঁথে যায় আরো নতুন কিছু স্মৃতি, সাক্ষী, সময় ও অস্তগামী সূর্য।
ধন্যবাদ ভাই। আপনার লেখা দুমাস ধরে পাচ্ছিনা। সামনের সংখ্যায় লেখা দেখতে চাই। ভাল থাকবেন।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

নতুন দিনের সূর্যের অপেক্ষায় থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে ঋষিরা পর্যন্ত। কারণ মানুষ বাঁচে তার স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে নতুন দিনের সূর্যের আলোয় পথ চলে।

২৪ আগষ্ট - ২০২০ গল্প/কবিতা: ৮৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪